রোহিঙ্গা ক্যাম্প ‘লকডাউন’ করা হবে কিনা আজ সিদ্ধান্ত


মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে উখিয়া-টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প লকডাউন করা হবে কিনা, তা রোববার জানা যাবে। রোহিঙ্গা শরনার্থী বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার ২২ মার্চ অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরনার্থী বিষয়ক স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। রোহিঙ্গা শরনার্থী ব্যবস্থাপনার সাথে জড়িত একজন দায়িত্বশীল কর্মকর্তা সিবিএন-কে এমন আভাস দিয়েছেন।

সুত্র মতে, বৈঠকে যোগ দিতে কক্সবাজারের শীর্ষ কর্মকর্তাগণ ইতিমধ্যে ঢাকা পৌঁছেছেন। তাঁরা বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা ডেস্ক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তদের সাথে প্রাথমিক আলাপ করেছেন বলে সুত্রটি জানিয়েছে। করোনা ভাইরাস (COVID-19) রোগ বাংলাদেশে সনাক্ত হওয়ার পর এটা রোহিঙ্গা শরনার্থী বিষয়ক স্টিয়ারিং কমিটির প্রথম সভা। সভায় করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে করণীয় বিষয়টি অত্যাধিক গুরুত্ব পাবে বলে উক্ত কর্মকর্তা জানিয়েছেন। কক্সবাজার থেকে গিয়ে সভায় অংশ নিতে যাওয়া কর্মকর্তারা এখানকার সার্বিক পরিস্থিতি প্রতিবেদন আকারে তুলে ধরবেন বলে সুত্রটি জানিয়েছে।

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.